২৮ আগস্ট ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক: যত কাণ্ড ২৮ আগস্ট। মরশুমের প্রথম ডার্বি সেদিন। একই দিনে ভারত-পাকিস্তান ম্যাচ। খবর আজকাল’র।

ফাইল ছবি

মঙ্গলবার এশিয়া কাপের সূচি প্রকাশিত হল। ২৭ আগস্ট শুরু হবে টুর্নামেন্ট। পরের দিনই মহারণ। মুখোমুখি ভারত-পাকিস্তান। এশিয়া কাপের প্রথম ম্যাচ শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যে। দ্বিতীয় ম্যাচেই মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান ছাড়াও রয়েছে যোগ্যতা অর্জনকারী দল। সেই দলের সঙ্গে ভারতের ম্যাচ ৩১ আগস্ট। ফাইনাল ১১ সেপ্টেম্বর।

এশিয়া কাপের সব ম্যাচই দুবাই এবং শারজাতে হবে। ভারত খেলবে দুবাইয়ে। ফাইনালও সেখানেই। প্রথমে শ্রীলঙ্কাতে হওয়ার কথা ছিল এশিয়া কাপ। কিন্তু রাজনৈতিক সঙ্কটের জেরে টুর্নামেন্ট সরিয়ে নিয়ে যাওয়া হয় সংযুক্ত আরব আমিরশাহিতে।

এবারের এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে হবে। আড়াই মাস পরই অস্ট্রেলিয়ায় সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই এবার এশিয়া কাপের ফরম্যাট বদলানো হয়েছে। এই টুর্নামেন্টকে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে।