স্পোর্টস ডেস্ক : আসন্ন এশিয়া কাপে আরেকটি দুঃসংবাদ পাকিস্তানের জন্য। দলটির পেস সেকশনের প্রধান অস্ত্র শাহিন শাহ আফ্রিদির পর ইনজুরিতে পড়েছেন আরেক উদীয়মান পেসার ওয়াসিম জুনিয়র।
বৃহস্পতিবার অনুশীলনের সময় পিঠে ব্যথা পেয়েছেন ওয়াসিম।
টিম ম্যানেজম্যান্টের সূত্রে জিও টিভি জানিয়েছে, তিনি আসন্ন এশিয়া কাপ খেলতে পারবেন কি না- তা এখনই বলা যাচ্ছে না। এমআরআইয়ের জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসলে তার ইনজুরির ধরন জানা যাবে এবং বোঝা যাবে তিনি এশিয়া কাপের জন্য ফিট কিনা?
এর আগে ইনজুরিতে পড়ে এশিয়া কাপ শেষ হয় শাহিন শাহ আফ্রিদির। তার বদলে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ হাসনাইন।
আগামী ২৭ আগস্ট এশিয়া কাপের পর্দা উঠবে। পাকিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে ২৮ তারিখ। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত।
সূত্র : জিও নিউজ
চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ দাঁড়িয়ে দেখলেও গুণতে হবে ১৭০০ টাকা!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।