কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর জন্য পাহাড়ে জড়ো করা ৭০ জনকে উদ্ধার করেছে বিজিবি ও র্যাবের যৌথ বাহিনী। এসময় অস্ত্রসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
রোববার সকাল সাড়ে ৫টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার গহিন পাহাড়ে চিরুনী অভিযান চালিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধার হওয়াদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কামরুল হাসান পিএসসি আর্টিলারি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নদীপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে তাদের সেখানে জড়ো করা হয়েছিল।
অভিযান চলাকালে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একইসঙ্গে তিনজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানবপাচার প্রতিরোধে বিজিবি ও র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।