
জুমবাংলা ডেস্ক : জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আজ চতুর্থ দিনের মতো খুলনা জুট মিলে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। এর মধ্যে আমরণ অনশন চলাকালে ১৮ জন শ্রমিক অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অপরদিকে অনশনস্থানে অবস্থানরত অনেক বৃদ্ধ শ্রমিককে স্যালাইন পুশ করা হয়েছে।
অনশনস্থলে স্বেচ্ছাসেবকের দায়িত্বে থাকা প্লাটিনাম জুট মিলের শ্রমিক মিজানুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে সূর্য উঠার আগ পর্যন্ত প্রচণ্ড শীত থাকে। সেই শীতে শ্রমিকরা রাস্তার ওপর রয়েছেন। আমাদের আর কোনও উপায় নেই। দাবি আদায়ে মরতে হলেও রাজি আছি। মজুরি কমিশন বাস্তবায়ন করেই ঘরে ফিরতে চাই।

রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের আহ্বানে গত ২৯ ডিসেম্বর দুপুর থেকে খুলনা অঞ্চলের নয়টি পাটকলের শ্রমিকরা এই অনশন করছেন।
গত নভেম্বর থেকে শ্রমিক সমাবেশ, প্রতীকী সমাবেশ, অনশন কর্মসূচি এবং পরে ২৪ ঘণ্টা উৎপাদন বন্ধ রেখে ১১ দফা দাবি বাস্তবায়নে আন্দোলনে নেমেছেন শ্রমিকেরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।