নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে শারমিন আক্তার (২৩) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পরিবার ও পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের নিজামুদ্দিনের ভাড়া বাসায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

নিহত শারমিন আক্তার ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার মোকামিয়া গ্রামের মৃত আব্দুল সালামের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোরের দিকে হঠাৎ শিশু সদস্যের চিৎকারে ঘুম ভেঙে যায় পরিবারের সবার। ঘুম থেকে উঠে শারমিনের বড় ভাই আলমগীর হোসেন ঘরের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় শারমিনকে ঝুলন্ত দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের জানানো হয়।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে চলমান পারিবারিক কলহ ও মানসিক চাপের কারণেই শারমিন এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


