জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নারীর একটি পা ও দুটি হাত উদ্ধারের পর তার মস্তকবিহীন দেহ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার মীর্জাপুর ইউনিয়নের দক্ষিণ পাচাউন গ্রামে নারীর গলা থেকে কোমরের অংশ পাওয়া যায়। আগের দিন ওই স্থান থেকে ৮ কিলোমিটার দূরে একটি পা ও দুটি হাত পাওয়া গেছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তারা দেহের বাকি অংশগুলো খুঁজছেন।
এ বিষয়ে মির্জাপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই কাশি চন্দ্র শর্মা জানান, যেখানে শরীরের অংশ পাওয়া গেছে, এটি পাহাড়ি এলাকা। এর আশপাশে কোনো বসতি নেই। তারা লাশের বাকি অংশ খুঁজতে পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছেন। এর আগে গতকাল সোমবার সকালে মীর্জাপুর ইউনিয়নের যাত্রাপাশার দক্ষিণ পাচাউন গ্রামে এক কৃষকের কচুখেতে মানুষের একটি পা পাওয়া যায়।
কাশি চন্দ্র শর্মা আরও জানান, পাটি পঁচে দুর্গন্ধ বের হয়েছে। কোমর থেকে হাঁটু পর্যন্ত পায়ের এক টুকরো এবং হাঁটু থেকে পায়ের নিচের অংশ আরেক টুকরো। পরে ওই নারীর কাটা দেহের বাকি অংশ খুঁজতে গিয়ে প্রায় আধাকিলোমিটার দূরে একই গ্রামের দূর্গেশ দত্তের বাঁশঝাড়ে একটি হাত ও গৌরা দত্তের বাঁশঝাড়ে আরও একটি হাত পাওয়া যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।