স্পোর্টস ডেস্ক : অনেক নাটকীয়তার পর বার্সেলোনা ছেড়ে ফরাসি জায়ান্ট পিএসজিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। তবে ফর্মহীনতা ও ইনজুরি মিলিয়ে সেখানে তার দিনকাল ভালো কাটছে না। গোলও পাচ্ছেন না নিয়মিত।
এছাড়া নেইমার ও এমবাপ্পের সঙ্গেও তার রসায়নটা এখনো জমেনি। দুই বছরের চুক্তিতে পিএসজিতে গেছেন মেসি। মেয়াদ পূর্ণ হবে কি?
বার্সেলোনার সাবেক মিডফিল্ডার লোবো কারাসকো অবশ্য মনে করেন, মেসি দুই বছর মেয়াদ পূরণ করতে নাও পারেন। আর্জেন্টাইন মহাতারকার টার্গেট এখন পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়। যে চ্যাম্পিয়নস লিগ জয়ের জন্য নেইমারকে চার বছর আগে বার্সা থেকে বিপুল টাকায় দলে নিয়েছিল পিএসজি। সেই শিরোপা এখনো কিন্তু অধরা।
কারাসকো স্প্যানিশ চ্যানেল ‘এল চিরিঙ্গিতো’কে বলেছেন, ‘মেসি পিএসজিতে সুখে নেই। ওরা যদি চ্যাম্পিয়নস লিগ জেতে, তাহলে খুবই ভালো। মেসি দলে থাকবে। চ্যাম্পিয়নস লিগ না জিতলে মেসি ক্লাব ছাড়ার চিন্তাভাবনা করবে। আমার মনে হয় ও তখন ক্লাব ছাড়ার জন্য চেষ্টা চালিয়ে যাবে। সামনের পাঁচ মাস তাই অনেক গুরুত্বপূর্ণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।