এমপি নদভীর ভাগ্নে মোহাম্মদ মহিউদ্দিন জানান, তাঁর মামা শিহাবুদ্দিন দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার দুপুর থেকে তিনি নিখোঁজ হন। পরে স্থানীয়রা জানায়, তাঁরা শিহাবুদ্দিনকে বাড়ির পশ্চিমে পাহাড়ের দিকে যেতে দেখেছে।
পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন পুরোদিন ও রাতে আশপাশের গ্রাম ও পাহাড়ি এলাকায় অনেক খোঁজাখুঁজি করে। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না। পরে গতকাল ভোরে বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মামার লাশ উদ্ধার করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।