জুমবাংলা ডেস্ক: নওগাঁর ধামইরহাট উপজেলায় পুকুর খুঁড়তে গিয়ে ১৩০০ শতকের পুরনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাহমুদপুর গ্রামের আব্দুল আজিজের খনন করা পুকুর থেকে চতুর্মুখী শিবলিঙ্গ উদ্ধার করে র্যাব-৫ জয়পুরহাট।
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এসএম ফজলুল হক বলেন, গত কয়েক দিন থেকে আব্দুল আজিজ তার ব্যক্তিগত পুরনো পুকুর খনন করছিলেন। খননের সময় চতুর্মুখী শিবলিঙ্গটি পাওয়া যায়।
পরে সংবাদ পেলে রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। চতুর্মুখী শিবলিঙ্গ দৈর্ঘ্য-৪২ ইঞ্চি ও ব্যাস-১৬ ইঞ্চি এবং ওজন প্রায় ৬০০ কেজি। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা।
তিনি বলেন, প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি পাহাড়পুর জাদুঘরে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।