আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় শস্য সরবরাহের একটি যুগান্তকারী চুক্তি থেকে রাশিয়া বের হয়ে যাওয়ার পরও ইউক্রেন শস্য রপ্তানি অব্যাহত রাখতে প্রস্তুত রয়েছে।
সোমবার ( ১৭ জুলাই ) মুখপাত্র সার্গি নিকিফোরোভের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতি থেকে এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
জেলেনস্কি বলেন, ‘এক্ষেত্রে রুশ ফেডারেশনকে ছাড়াই এমন কিছু করতে হবে যাতে আমরা এই কৃষ্ণসাগর করিডোরটি ব্যবহার করতে পারি। আমরা ভয় পাই না। জাহাজের মালিক কোম্পানিগুলোর সাথে কথা বলার মাধ্যমে আমরা আগাচ্ছি। জাহাজের মালিকরা বলেছেন, তারা শিপমেন্ট অব্যাহত রাখার ব্যাপারে প্রস্তুত রয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।