পুলিশের হাতে নেইমারের বাবা গ্রেপ্তার

স্পোর্টস ডেস্ক: ফের খবরের শিরোনামে নেইমার। গভীর রাতে তার বাবাকে ধরে নিয়ে গেছে পুলিশ। পুলিশ জানিয়েছে পরিবেশগত অপরাধের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর: ডেইলি মেইল।

এএফপি প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার নেইমারের মালিকানাধীন একটি স্থাপনায় নতুন অবকাঠামো নির্মাণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিলাসবহুল প্রকল্পটিতে বেশ কয়েকটি নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যার মধ্যে আছে পানি চলাচলের পথ বদলে দেওয়া, অনুমতি ছাড়া নদীর পানি ব্যবহার, সৈকত থেকে বালু তোলা এবং পাথর উত্তোলন। এসব কারণে তাকে গ্রেপ্তার করা হয়।

বেশকিছু দিন ধরে চোটের কারণে মাঠের বাইরে নেইমার। এর মধ্যে পারিবারিক নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন নেইমার। সম্প্রতি তার বিরুদ্ধে উঠেছে সন্তানসম্ভবা প্রেমিকার সঙ্গে বিশ্বাসঘাতকতার অভিযোগ। সমালোচনা যেন পিছু ছাড়ছে না এই কিংবদন্তীকে।

সন্তানসম্ভবা প্রেমিকাকে রেখে অন্য নারীর প্রেমে নেইমার, অতঃপর