নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার আনোয়ার হোসেন বলেছেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। মহাসড়কে যানজট নিরসনসহ ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে চার শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ব্যস্ততম চান্দনা চৌরাস্তাসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গাজীপুর জেলা শহরের রথখোলায় কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জিএমপি কমিশনার বলেন, কোরবানির পশুর হাটে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। বিশেষ করে পশুরহাটে অজ্ঞানপার্টি, মলমপার্টি, ছিনতাই ও চাঁদাবাজি রোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পশুর হাটগুলোতে ক্রেতা-বিক্রেতারা যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন তার জন্য সচেতনামূলক প্রচারণা চালানো হচ্ছে।
এ সময় জিএমপির সহকারী পুলিশ কমিশনার একেএম আহসান হাবীব, সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর ভূঁঞা প্রমুখ উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।