রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং শাখার একটি পুশকার্টের ধাক্কায় এয়ার ইন্ডিয়ার একটি এ-৩২০ বিমানের সামনের চাকা (নোজ হুইল বা ল্যান্ডিং গিয়ার) ভেঙে গেছে।

পুশকার্ট চালকের ‘উদাসীনতা ও অবহেলার’ কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
গতকাল শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় দিল্লিগামী ওই ফ্লাইটটি যাত্রার প্রস্তুতিতে ছিল।
বিমানবন্দর সূত্র জানায়, ১২৬ যাত্রী বোর্ডিংয়ের পর দরজা লাগানো হয়। এরপর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জিএসই শাখার কর্মীরা পুশকার্ট দিয়ে বিমানটির সামনের চাকা তুলে ধরার সময় ভুলবশত জোরে ধাক্কা লাগে। এতে নোজ হুইল সঙ্গে সঙ্গেই ভেঙে যায় এবং বিমানটি গ্রাউন্ডেড ঘোষণা করতে হয়। পরে যাত্রীদের নামিয়ে হোটেলে নেওয়া হয়।
আজ (রোববার) সকালে তাদের কয়েকজনকে মুম্বাইগামী ফ্লাইটে পাঠানো হয়।
এ ঘটনায় এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে বিমানের ব্যবস্থাপনা পরিচালকের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত বিমানটি এখনো বে–এরিয়ায় পার্কিং অবস্থায় রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টুবার লেস পুশকার্ট দিয়ে ভুল অ্যালাইনমেন্টে ধাক্কা দেওয়ায় এই ক্ষতি হয়েছে। এটি সম্পূর্ণই চালকের গাফিলতি এবং দায়িত্বহীনতার ফল। এয়ারক্রাফটটি মেরামত করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ বিমান কর্তৃপক্ষ নিরূপণ করছে।
শেখ হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে : মির্জা ফখরুল
এ বিষয়ে জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান বলেন, সংশ্লিষ্ট চালককে ইতোমধ্যে বিমানবন্দর থেকে প্রত্যাহার করা হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, চালককে বরখাস্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



