গাজীপুর প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক সংসদ সদস্য শহীদ ময়েজ উদ্দিনের ৩৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। পূবাইল থানা ৪২ নং ওয়ার্ডে কাউন্সিলর আবদুস ছালামের উদ্যোগে আওয়ামী লীগ স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে।
বৃহস্পতিবার বিকালে গাজীপুর মহানগরীর পূবাইল নন্দিবাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়।
বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়েজ উদ্দিন কন্যা সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী গাজীপুর-৫ আসনের এমপি মেহের আফরোজ চুমকি।
গাজীপুর মহানগর যুবলীগ নেতা ইকবাল মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন গাজীপুর মহানগর শ্রমবিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন, মহিলাবিষয়ক সম্পাদক, হোসনে আরা সিদ্দিকী জুলি, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান শিরিষ, ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর শাহিনুল আলম মৃধা, ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুস ছালাম, ৪০ নং ওয়ার্ড কাউন্সিলর মোমেন মিয়া, আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম রিয়াজ, পূবাইল থানা শ্রমিকলীগ নেতা, হারিজ মিয়া, যুবলীগ নেতা শেখ আবদুল হালিম, যুবলীগ আহ্বায়ক ৪২ নং ওয়ার্ড শাহিনুল ইসলাম শাহিন, আশ্রাফুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে গণভোজের আয়োজন করা হয়।
প্রসঙ্গত, শহীদ ময়েজ উদ্দিন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বাবা। ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি। ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হন এই বিশিষ্ট আওয়ামী লীগ নেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।