নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বড়কাউ, পাড়াবর্তা ও বাসাবাসি এলাকার নাগরিকদের উত্তর সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হবে কি না—এই বিষয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
গণশুনানিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা মতামত দেন যে, আপাতত তারা গাজীপুর জেলার অংশ হিসেবেই থাকতে চান। তবে ভবিষ্যতে যদি ‘পূর্বাচল সিটি কর্পোরেশন’ গঠিত হয়, তখন তারা সেই প্রশাসনিক ইউনিটের অংশ হতে আগ্রহী।
বুধবার ( ২২ অক্টোবর) দুপুরে নাগরী ইউনিয়নের পূর্বাঞ্চল পাড়াবর্তার এলাকার জয়নাল চত্বরে অনুষ্ঠিত এ গণশুনানিতে সভাপতিত্ব করেন গাজীপুরের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) আহাম্মদ হোসেন ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক কৃষিবিদ ফারজানা তাসলিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গণশুনানিতে এলাকাবাসী প্রশাসনের কাছে তাদের মতামত ও প্রত্যাশা তুলে ধরেন—স্থানীয় উন্নয়ন, নাগরিক সেবা ও প্রশাসনিক পরিচয় অটুট রাখার দিকগুলোকে প্রাধান্য দিয়ে।
নাগরী ইউনিয়নের বড়কাউ, পাড়াবর্তা ও বাসাবাসি এলাকার মানুষ আপাতত গাজীপুর জেলার অংশ হিসেবেই থাকতে চায়; ভবিষ্যতে পূর্বাচল সিটি কর্পোরেশন গঠিত হলে তাতে যুক্ত হতে আগ্রহী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।