জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামে পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলার অভিযোগ উঠছে।
শনিবার গভীর রাতে জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পোড়ার ভিটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মৎস্যচাষী আনোয়ার হোসেন অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জেরে রাতের অন্ধকারে আমার পুকুরে এসে বিষ প্রয়োগ করে তারা। এতে পুকুরে থাকা ১২-১৩ মণ বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে।
স্থানীয়রা জানান, মৎস্যচাষী আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে তার বাড়ির পাশের ওই পুকুরে মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছেন।
স্থানীয়দের এবং আনোয়ার হোসেনের প্রতিবেশী একরামুল হক ও তৈয়ব আলী বলেন, আনোয়ার মাছ চাষ করেই জীবিকা নির্বাহ করে আসছিলেন। তিনি এ পেশায় থেকে পরিবারসহ ছেলেকে লেখাপড়ার খরচ জোগান। যারা এ ধরনের কাজটি করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি।
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বলেন, ওই মৎস্যচাষী অভিযোগ দিলেই ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।