লাতিন আমেরিকার দেশ পেরুতে সরকার বিরোধী বিক্ষোভ সপ্তাহের পর সপ্তাহ ধরে তীব্র হচ্ছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানী ও অন্যান্য শহরে দেশটির ‘জেন-জি’ তরুণরা রাজপথে নেমে প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্ত ও কংগ্রেসের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেছে।
বিক্ষোভ শুরু হয় ২০ সেপ্টেম্বর, যখন পেরুর পেনশন ব্যবস্থায় নতুন সংস্কার প্রয়োগ করা হয়। এতে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককে কোনো একটি পেনশন প্রদানকারীর সঙ্গে যুক্ত হওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তবে তরুণদের অভিযোগ, সরকারের এই সিদ্ধান্ত জনমত না নিয়ে চাপিয়ে দেওয়া হয়েছে এবং এটি অনেকের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে।
গত সপ্তাহে রাজধানীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডজনখানেক পুলিশ কর্মকর্তা, প্রতিবাদকারী ও সাংবাদিক আহত হন। বিক্ষোভকারীরা জানান, প্রেসিডেন্ট ও কংগ্রেসের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগের কারণে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা ঘোষণা করেছে, সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ত্যাগ করবে না।
বিশ্লেষকরা বলছেন, সরকারের অজনপ্রিয় নীতি, দুর্নীতি এবং সামাজিক-অর্থনৈতিক চাপ মিলিত হয়ে এই আন্দোলনকে তীব্র রূপ দিয়েছে।
https://inews.zoombangla.com/category/bangla-politics-news/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।