মানবদেহের জন্য যেমন, তেমনি অন্যান্য প্রাণীর জন্যও অতিরিক্ত ওজন ক্ষতিকর। একটি বিড়াল কিংবা একটি কুকুর বাড়তি ওজনের জন্য ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির রোগ এবং ক্যানসারের ঝুঁকিতে থাকে। গিরাব্যথার কারণও হয়ে দাঁড়ায় এই বাড়তি ওজন। কী ধরনের উপসর্গ দেখে বুঝবেন আপনার আদরের বিড়াল বা কুকুরটির ওজন স্বাভাবিকের চেয়ে বেশি?
বিড়াল বা কুকুরের পাঁজরে আলতোভাবে হাত দিয়ে দেখুন, পাঁজরের হাড়গুলোকে অনুভব করতে পারছেন কি না। যদি পারেন, তাহলে তা স্বাভাবিক। কিন্তু যদি পাঁজরের হাড় অনুভব করতে না পারেন কিংবা অনুভব করার জন্য হাত দিয়ে বেশ চাপ দিতে হয়, তাহলে বুঝতে হবে পাঁজরের হাড়ের কাছে অতিরিক্ত চর্বি জমেছে। অর্থাৎ, তার ওজন বেশি। এখানে বলে রাখা প্রয়োজন, সুস্থ-স্বাভাবিক বিড়াল-কুকুরের পাঁজরে হাত দিয়ে হাড় অনুভব করা স্বাভাবিক বিষয় হলেও কেবল চোখে দেখে তাদের হাড়ের অস্তিত্ব বোঝাটা স্বাভাবিক নয়। সে ক্ষেত্রে বুঝতে হবে সে অপুষ্টিতে ভুগছে।
অতিরিক্ত ওজনের বিড়াল বা কুকুর খেলাধুলা করলেও অল্পতেই হাঁপিয়ে উঠবে। এমনকি স্বাভাবিক হাঁটাচলা করতে গিয়েও সে হাঁপাতে পারে। তবে এটাও খেয়াল রাখুন, প্রাণীটি কোনো কারণে ভীত হয়ে হাঁপাচ্ছে কি না কিংবা পানির তৃষ্ণায় হাঁপাচ্ছে কি না। অন্য কোনো রোগ কিংবা অন্য কোনো কারণ না থাকলে অল্পতেই হাঁপিয়ে ওঠার বিষয়টি ঘটতে পারে তার বাড়তি ওজনের কারণেই।
অলস হিসেবে বিড়ালের খ্যাতি থাকলেও তারা কিন্তু দারুণ খেলাধুলা করে। আর কুকুরের আনন্দময় ছোটাছুটি, লাফালাফির কথা তো সবারই জানা। যখন একটি বিড়াল বা কুকুরের ওজন খুব বেশি হয়ে যায়, তখন সে আর খেলাধুলায় উৎসাহ পায় না। দৃশ্যমানভাবেই ‘অলস’ হয়ে যায়। এমন পরিস্থিতিতে আপনি তার সঙ্গে খেলতে গেলেও সে খেলাধুলা না করে চুপচাপ থাকতে পছন্দ করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।