স্পোর্টস ডেস্ক: প্যান্ডোরা পেপারসে হঠাৎই তোলপাড় গোটা বিশ্ব। প্রভাবশালী বিশ্বনেতা, ধনকুবের কিংবা তারকাদের গোপন আর্থিক লেনদেন ও সম্পদের তথ্য ফাঁস করে আলোচনায় এই নথি। যাতে নাম এসেছে ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের।
প্যান্ডোরা পেপারসের নথিতে বলা হয়েছে, শচীনের পরিবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সাস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল। ২০১৬ সালে যেখান থেকে টাকা তুলে নেয়া হয়। যদিও বা শচীনের আইনজীবী অস্বীকার করেছেন এই অভিযোগ। আর এ বিষয়ে এখনো মুখ খোলেননি কিংবদন্তি ক্রিকেটার নিজে।
‘প্যান্ডোরা পেপারস’ নামের এই গোপন নথি প্রকাশ করেছে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোট আইসিআইজে। ১১৭টি দেশের ৬০০ জনের বেশি সাংবাদিক মাসের পর মাস অনুসন্ধান চালিয়েছেন এই কেলেঙ্কারি প্রকাশ্যে আনার জন্য। ১৪টি উৎস থেকে পাওয়া দলিলপত্র ঘেঁটে তারা তুলে এনেছেন প্রভাবশালী নেতা-ধনকুবেরদের অপকীর্তির প্রমাণ।
প্যান্ডোরা পেপারসের নথিতে বলা হয়েছে, শচীনের পরিবার ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের সাস ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল। ২০১৬ সালে সেই বিনিয়োগের টাকা তুলে নেওয়া হয়। শচীনের স্ত্রী অঞ্জলি টেন্ডুলকার ও শ্বশুর আনন্দ মেহতার নামও আছে এতে।
প্যান্ডোরা পেপারসের তথ্যানুসারে, ২০১৬ সালে সেই প্রতিষ্ঠানের বিনিয়োগ নগদীকরণের সময় শচীনের ৯টি, অঞ্জলির ১৪টি ও আনন্দ মেহতার ৫টি শেয়ার ছিল। শচীনের শেয়ারের মূল্য ৮ লাখ ৫৬ হাজার, অঞ্জলির ১৩ লাখ ৭৫ হাজার ও শ্বশুরের শেয়ারের মূল্য ৫ লাখ ৫৩ হাজার ডলার।
শচীনের নাম এতে আসায় বিস্মিত তাঁর আইনজীবী। তিনি জানিয়েছেন, শচীন টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। কিন্তু কোনো বিনিয়োগই গোপন নয়, ‘টেন্ডুলকারের বিদেশে বিনিয়োগ আছে। তবে সব বিনিয়োগই বৈধ ও আইনসিদ্ধ।যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েই সেই বিনিয়োগ করা হয়েছে।’
শচীন টেন্ডুলকার ছাড়াও এ গোপন নথিতে যেসব বিখ্যাত ব্যক্তির নাম আছে, তাঁদের মধ্যে আছেন পপ তারকা শাকিরা, সুপার মডেল ক্লদিয়া শিফার। এমনকি ইতালির কুখ্যাত মাফিয়া ডন রাফায়েল আমাতোও আছেন। এছাড়া ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও রয়েছেন তালিকাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।