প্ল্যানচেট বা প্রেতসিদ্ধের রোমাঞ্চ কাহিনি নয়, একেবারেই তথ্যপ্রযুক্তি শাসিত বাস্তব জগৎ। সেখানেই দাবি করা হচ্ছে, কৃত্রিম মেধা ব্যবহার করে পরলোকের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগের বন্দোবস্ত পাকা। ইচ্ছা হলেই মুঠোফোনে অ্যাপ মারফত যোগাযোগ করা যাবে ‘তেনাদের’ সঙ্গে। আর ‘তেনারা’ও দিব্যি কথাবার্তা চালিয়ে যাবেন ইহজগতের বাসিন্দাদের সঙ্গে। সম্প্রতি এমনই এক খবর ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
মৃত প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করার উদ্দেশ্যে কীই না করেছে মানুষ! স্বয়ং রবীন্দ্রনাথ থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পরলোকগত প্রিয়জনের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য প্ল্যানচেটে বসতেন। বিজ্ঞানী টমাস আলভা এডিসনও চেষ্টা করছিলেন এমন এক যন্ত্র আবিষ্কারের, যার মাধ্যমে প্রেতলোকের বাসিন্দাদের সঙ্গে কথোপকথন সম্ভব হবে।
তার বাইরে বিশ্বের বিভিন্ন দেশের ‘অকাল্ট’ বিশ্বাসীরা পরলোকের সঙ্গে যোগাযোগের ব্যাপারে বিশ্বাস রাখেন। পশ্চিমি দেশগুলিতে পারিশ্রমিকের বিনিময়ে প্রেতলোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য পেশাদার ‘মিডিয়াম’রা সক্রিয় রয়েছেন, এমন উদাহরণও বিরল নয়।
সাহিত্য বা কল্পকাহিনিতে মৃত ব্যক্তির সঙ্গে যোগসাধনের কথা আকছার শোনা গেলেও বাস্তবে ইহ ও পরলোকের সংযোগ স্থাপন সম্ভব নয় বলেই বিশ্বাস করেন যুক্তিবাদে আস্থাশীল মানুষ। কিন্তু আধুনিক প্রযুক্তিই যদি দাবি করে, বিশেষ কোনও যন্ত্রের মাধ্যমে সে সংলাপ সম্ভব, তা হলে দীর্ঘ কাল ধরে লালন করে আসা যুক্তিবাদী মনন খানিকটা টাল খেয়ে যায় বইকি!
সংবাদমাধ্যম ‘দ্য মেট্রো’র একটি সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মৃত ব্যক্তিদের সঙ্গে ‘যোগাযোগের’ নতুন নতুন উপায় খুঁজে বার করার চেষ্টা করছেন গবেষক এবং প্রযুক্তিবিদেরা। এ ক্ষেত্রে কোনও অতিপ্রাকৃত উপায় নয়, বিজ্ঞান ও প্রযুক্তিকে কাজে লাগিয়েই কাজটি সম্পন্ন হবে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট গবেষণার সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণারত মানুষদের অনেকেই জানাচ্ছেন, এমন পরিষেবা পাওয়া সম্ভব, যা ব্যবহার করে মৃত ব্যক্তিদের সঙ্গে কথোপকথন চালিয়ে যাওয়া যাবে। ‘দ্য মেট্রো’র প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, নিউ ইয়র্কের বাসিন্দা ক্রিস্টি অ্যাঞ্জেল ‘প্রজেক্ট ডিসেম্বর’ নামের এক এআই পরিষেবার মাধ্যমে তাঁর এক প্রয়াত বন্ধুর সঙ্গে কথোপকথন চালাতে সমর্থ হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।