জুমবাংলা ডেস্ক: করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন বিদেশি মুসল্লিরা। সোমবার (৯ আগস্ট) থেকে বিদেশি মুসল্লিদের ওমরাহ্ পালনের সুযোগ দিচ্ছে সৌদি আরব। সকল বিদেশিদের আবেদন গ্রহণ করবে দেশটি।
আরবি নতুন বছরের প্রথম তারিখ থেকে বিদেশি নাগরিকদের ওমরাহ পালনের ওপর নিষেধাজ্ঞা আরও আগেই তুলে নেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। এবার কত সংখ্যক মুসল্লি প্রতিমাসে ওমরাহ পালনের সুযোগ পাবেন তা জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ্ মন্ত্রণালয়।
সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, আপাতত প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশের ৬০ হাজার মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দেয়ার কথা জানিয়েছে রিয়াদ। তবে ধীরে ধীরে এটি বাড়িয়ে প্রতি মাসে ২ লাখ করবে সৌদি সরকার।
ওমরাহ পালনের জন্য সোমবার থেকে আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। শর্ত হিসেবে ওমরায় অংশ নেয়াদের করোনার দুই ডোজের টিকা নেয়া থাকতে হবে। বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি সরকারের অনুমোদিত কোভিড ১৯ এর টিকা সনদ বাধ্যতামূলক করার পাশাপাশি করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়া, হজ যাত্রী পরিবহনের ক্ষেত্রে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস সার্ভিস পরিচালিত হবে বলে জানা গেছে।
ইতোমধ্যে প্রায় পাঁচ শতাধিক ওমরাহ সেবা প্রতিষ্ঠান এবং ছয় হাজারের বেশি বিদেশি ওমরাহ এজেন্টের মাধ্যমে বিদেশি ওমরাহ হজযাত্রীরা তাদের প্যাকেজ গ্রহণ করতে শুরু করেছেন।
Play
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



