
এ বিষয়ে হিন্দুস্থান সুইটস এর রবিন পাল বলেন, এই প্রাণঘাতি রোগ সম্পর্কে সবাইকে সচেতন করতে এবং তাদের মধ্যে সাহস যোগাতে আমরা করোনা ভাইরাস আকৃতির সন্দেশ ও কাপ কেক তৈরি করেছি। এগুলো ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মিষ্টির দোকানের এক কর্মকর্তা জানান, দোকানে আসা প্রত্যেক গ্রাহককে একটি করে করোনা সন্দেশ ফ্রি দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত, পৃথিবীজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ষোলো লাখ ছাড়িয়েছে। মারা গেছেন ৯৫ হাজার ৭৩৫ জন। সূত্র : ওয়ার্ল্ডওমিটার ও এনডিটিভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



