Advertisement
স্পোর্টস ডেস্ক: বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ বনাম আফগানিস্তান এর মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফলে বাংলাদেশ এবং আফগানিস্তান দুই দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ত্রিদেশীয় সিরিজের প্লেয়িং কন্ডিশন ১৬.৩ ধারায় পরিষ্কার বলা আছে, ফাইনালে কোনো কারণে যদি খেলা না হয়, তবে রাউন্ড রবিন লিগের জয় পরাজয় বা রানরেটসহ কোনো কিছু বিবেচনায় না এনেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে দুই দলকে।
প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি টুর্নামেন্টের যৌথভাবে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। কিছুদিন আগে আয়ারল্যান্ড তিন জাতি ওয়ানডে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ দল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।