জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার (১০ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়ন বিক্রির প্রথম দিনে ২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তারা হলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.রেজাউল করিম। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয় সম্পাদক খোরশেদ আলম।
খোঁজ নিয়ে জানা গেছে, দুপুর পর্যন্ত চট্টগ্রাম সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের জন্য ৩৫ জন কাউন্সিলর আবেদনপত্র সংগ্রহ করেছেন।
এছাড়াও ৪টি সংসদীয় আসনের উপনির্বাচনে ১৪ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে বাগেরহাটের-৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৪জন। তারা হলেন- জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রহিম খান, জেলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনিবাহীর সদস্য আমিরুল আলম মিলন, আওয়ামী লীগের সাবেক উপ-কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান জনি ও আওয়ামী লীগের নেতা প্রবির রঞ্জন হাওলাদার।
গাইবান্ধা-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯জন। এরা হলেন- কৃষক লীগের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি, আওয়ামী লীগের নেতা ইয়াকুব উল আজাদ, মো. মাহমুদুল হক, এ কে এম মোকছুদ চৌধুরী, মো. মফিজুল সরকার, মো.ফজলুল করিম, মো. ওমর ফারুখ, মো. আজিজার রহমান খান, গোপাল চন্দ্র বর্মন।
বগুড়া-১ আসন উপনির্বাচনে মনোনয়ন নিয়েছেন এসএম মোজাহেদুল ইসলাম (বিল্পব)। আর যশোর-১ আসনের মনোনয়ন নিয়েছেন শেখ রফিক আলম।
তবে তিন দিনেও ঢাকা-১০ আসনের উপনির্বাচনে কেউ মনোনয়ন সংগ্রহ করেনি। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে। সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন বিতরণের কার্যক্রম চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।