ক্রীড়া প্রতিবেদক : ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা ০৭:৩০ মিনিটে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে।
টাইগার বাহিনী প্রথমবারের মতো ভারতে তিনটি টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে। এছাড়াও দলের প্রধান দুই খেলোয়াড়- সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এই পুরো সিরিজে নেই। খেলছেন না অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও। এর পাশাপাশি দুশ্চিন্তার আরেক কারণ দিল্লির বায়ু দূষণ।
এরই মধ্যে, ভারতের বিপক্ষে একাদশ কেমন হতে পারে তা নিয়ে অনেকটাই চিন্তিত টাইগাররা। সফরকারী বাংলাদেশকে টপ অর্ডার ব্যাটিং লাইনে উপর নির্ভর করতে হবে তরুণদের উপর। তামিম-সাকিব ছাড়াই টপ অর্ডারে পরিবর্তন আনতে হবে টাইগারদের।
প্রথম তিনে ব্যাট করতে পারেন লিটন দাস, সৌম্য সরকার ও মোহাম্মদ নাঈম শেখ। বিতর্ক রয়ে যায় এইখানেও। তরুণ নাঈম শেখ খেলবেন নাকি অভিজ্ঞ মোহাম্মাদ মিঠুনকে দেওয়া হবে সুযোগ। দলের যে কোনও অবস্থাতেই ব্যাট করার সামর্থ্য রাখে মিঠুন।
চার ও পাঁচে মুশফিক এবং মাহমুদউল্লাহ সহজেই মিডল অর্ডারের চিন্তা কিছুটা কমিয়ে দিতে পারেন। পরবর্তী দুটি স্থানে মোসাদ্দেক হোসেন এবং আফিফ হোসেন জায়গা করে নিতে পারে। তিন অফ স্পিনিং অলরাউন্ডার- মাহমুদউল্লাহ, মোসাদ্দেক এবং আফিফ সহজেই পঞ্চম বোলার হিসাবে দলের প্রয়োজনে ব্যবহার করতে পারেন।
অন্যদিকে, বাঁহাতি স্পিনার হিসেবে একাদশে থাকতে পারে আরাফাত সানি। অতিরিক্ত স্পিনার যদি খেলানো না হয় তবে পেসার হিসেবে দলে জায়গা করে নিতে পারে তিনজন খেলোয়াড়। মুস্তাফিজুর রহমান সহ আল-আমিন হোসেন ও আবু হায়দার রনি।
সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম / মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি/শফিউল ইসলাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।