স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের গত সাত আসরে নিজেদের প্রথম ম্যাচে হারের স্বাদ পায়নি আর্জেন্টিনা। সর্বশেষ ১৯৯০ বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরেছিল ডিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা। ওই আসরে ফাইনালও খেলেছিল আলবিসেলেস্তেরা। যদিও ফাইনালে জার্মানির বিপক্ষে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল।
ওই আসরে প্রথম ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল আকাশি-নীল জার্সিধারীরা। গ্রুপের শেষ ম্যাচে রোমানিয়ার বিপক্ষে ১-১ গোলের সমতা করেছিল। তবে দ্বিতীয় ম্যাচে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে ২-০ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গিয়েছিল।
এরপর আসরে আর্জেন্টিনা শেষ ষোলোয় ব্রাজিল, কোয়ার্টারে যুগোস্লাভিয়া এবং সেমিফাইনালে ইতালিকে হারিয়ে ফাইনালে ওঠে। যদিও ইনজুরি জর্জরিত ডিয়াগো ম্যারাডোনার আর্জেন্টিনা টানা দু’বার শিরোপা জয়ের কীর্তি গড়তে পারেনি।
ইতিহাস থেকে আর্জেন্টিনার খেলোয়াড় কিংবা ভক্তরা যেমন আশা খুঁজতে পারেন তেমনি সমৃদ্ধ ফুটবল ইতিহাস ও ঐতিহ্যের দেশটি ভয়ও পেতে পারে। প্রথমবার এশিয়ায় বিশ্বকাপ হয়েছিল ২০০২ সালে। জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওই বিশ্বকাপে শক্তিশালী দল নিয়েও আলবিসেলেস্তেরা গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল। যদিও ম্যারাডোনা সেবার বলেছিলেন, আসরে সিরিয়াস দলটি ছিল একটিই- আর্জেন্টিনা। এবার আবার আসর বসেছে এশিয়া তথা আরব দেশ কাতারে।
গার্লফ্রেন্ডের চাপে আর্জেন্টিনার জার্সি পরে খেলা দেখতে টিএসসিতে ব্রাজিলের সমর্থক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।