জুমবাংলা ডেস্ক: বাংলাদেশে কর্মরত জাতিসংঘ সংস্থাগুলোর চাকরিজীবীরা তাদের একদিনের বেতন ১ কোটি ১২ লাখ টাকা বুধবার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছেন। খবর ইউএনবি’র।
বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বিকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পোর নেতৃত্বে জাতিসংঘ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের কার্যালয়ে গিয়ে তার কাছে ১ কোটি ১২ লাখ ২৮ হাজার ১৫৭ টাকার চেক হস্তান্তর করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


