প্রধানমন্ত্রীর নির্দেশেই ফিরে আসলেন সুমি

জুমবাংলা ডেস্ক : স্বামী নুরুল হকের ইচ্ছাতে সৌদি আরবে গিয়েছিলেন গার্মেন্টস কর্মী সুমি। সেখানে তিনি স্বীকার হন অমানবিক নির্যাতনের। একবার এমনকি তার হাতেও গরম তেল ঢেলে দেয়া হয়। সুমি নিরুপায় হয়ে মোবাইলে একটি ভিডিও বার্তা স্বামীর কাছে পাঠান। সেই ভিডিওতে তিনি উদ্ধার হওয়ার জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেন।

সুমির পাঠানো সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নজরে আসে। প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশি সহায়তায় সুমিকে উদ্ধার করে সৌদি আরবের বাংলাদেশ এমব্যাসী। শুক্রবার (১৫ নভেম্বর) সুমিকে পঞ্চগড়ে নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সুমি জানান, উদ্ধার হওয়ার আগে ১৫ দিন তাকে ঘরের মধ্যে আটকে রাখা হয়েছিল। ঠিকমতো খাবার দেওয়া হয়নি। তার নিজের ফোনটিও তারা নিয়ে যায়। একসময় খুব কান্না করে স্বামীর সঙ্গে একটু কথা বলার জন্য ফোনটি চান সুমি। বাড়ির মালিক তাকে ফোনটি দিলে বাথরুমে গিয়ে একটি ভিডিও ধারণ করে সুমি। সেই ভিডিওতে তিনি নিজের নির্যাতনের সব কথা জানান এবং প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। ভিডিওটি সঙ্গে সঙ্গে তার স্বামীর কাছে পাঠিয়ে দেন।

Write a Comment

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *