আন্তর্জাতিক ডেস্ক : প্রবাসীদের সুখবর দিলো কুয়েত। আগামীকাল রোববার (২৮ জানুয়ারি) থেকে দেশটিতে চালু হচ্ছে পারিবারিক ভিজিট ভিসা। এমন খবরে আনন্দে ভাসছেন প্রবাসীরা।
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে দেশটি। যেসব প্রবাসী তাদের পরিবারকে কুয়েতে নিয়ে আসতে চান তাদের আরও কঠোরতার মধ্য দিয়ে যেতে হবে।
প্রবাসীরা তাদের পরিবারকে কুয়েত ভ্রমণে ভিজিট ভিসার আবেদন করতে চাইলে অবশ্যই থাকতে হবে বিশ্ববিদ্যালয় ডিগ্রি এবং মাসিক ৮০০ দিনার বেতনের সনদ; যা বাংলাদেশি টাকায় তিন লাখের উপরে। এমন শর্তে হতাশ সাধারণ প্রবাসীরা।
যদিও এক সময় খুব সহজ ছিল কুয়েতের ভিজিট ভিসা। কিন্তু ভ্রমণে এসে অনেকেই আর নিজ দেশে না ফেরায় ভিজিট ভিসা বন্ধ রেখেছিল দেশটি।
কুয়েতে বর্তমানে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশি আছেন। কুয়েতের মোট ৪৬ লাখ জনসংখ্যার মধ্যে প্রায় ৩২ লাখই হচ্ছে বিভিন্ন দেশের অভিবাসী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।