জুমবাংলা ডেস্ক: ক’রোনাভাইরাসে খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় ফের বেড়েছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।
বিভাগে ক’রোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ৩০৪ জনের ক’রোনা শনাক্ত হয়েছে।
রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় খুলনায় ১৫ জন, বাগেরহাট, সাতক্ষীরা ও মেহেরপুরে একজন করে, যশোরে সাত, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা দুজন করে এবং কুষ্টিয়ায় ১৫ জন মারা গেছেন।
এর আগে শনিবার বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছিল।
খুলনা বিভাগের মধ্যে প্রথম ক’রোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।