জুমবাংলা ডেস্ক : দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় ধাপে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ ফেব্রুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে নিয়োগ পরীক্ষার প্রার্থীরা শনিবার (২৭ জানুয়ারি) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারছেন। তবে অনেকেই এতে সমস্যার সম্মুখিন হচ্ছেন।
প্রাথমিকের দ্বিতীয় ধাপের শিক্ষক নিয়োগে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে শনিবার থেকে।
এমন প্রার্থীদের জন্য হটলাইন নম্বর ০২-৫৫০৭৪৯২৮ চালু করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এছাড়া টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ারে যোগাযোগ করেও সমস্যা জানাতে পারবেন প্রার্থীরা।
অধিদফতরের সহকারী পরিচালক (প্রশাসন) নাসরিন সুলতানার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, চাকরিপ্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড থেকে শুরু করে পরীক্ষা সংক্রান্ত যেকোনো সমস্যা নিয়ে জানতে এ হটলাইন নম্বরে কল দিতে পারবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের (রাজশাহী, খুলনা ও ময়মনসিংহ) ৩ বিভাগের ২২ জেলার পরীক্ষা আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সার্বক্ষণিক যোগাযোগ রাখার জন্য নিয়োগ শাখায় একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে ০২-৫৫০৭৪৯২৮।
দ্বিতীয় ধাপে খুলনা, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ২২ জেলায় প্রার্থীরা অংশ নেবেন। এ ধাপে কেন্দ্রের সংখ্যা ৬০৩টি এবং কক্ষের সংখ্যা ৯ হাজার ৩৫৭টি। দ্বিতীয় ধাপে তিন বিভাগ থেকে আবেদন করেছেন চার লাখ ৩৯ হাজার ৪৩৮ জন চাকরিপ্রত্যাশী।
এর আগে প্রথম ধাপে গত বছরের ৮ ডিসেম্বর রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮ জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৬০ হাজার ৬৯৭ জন। পরীক্ষার ১২ দিন পর ২০ ডিসেম্বর প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে নির্বাচিত হন ৯ হাজার ৩৩৭ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।