বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এখন বিনোদনের অন্যতম উৎস। খুব সহজে ভিডিও কনটেন্ট দেখার জন্যই বিশ্বব্যাপী জনপ্রিয় ইউটিউব। ইউজারদের সুবিধার কথা ভেবে সীমিত বিজ্ঞাপনসহ প্রিমিয়াম লাইটের নতুন সংস্করণ নিয়ে পরীক্ষা চালাচ্ছে ইউটিউব। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া, জার্মানি ও থাইল্যান্ডে এ পরীক্ষা চালানো হচ্ছে। এর আগে চলতি সপ্তাহে এ বিষয়ে একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ইউটিউব প্রিমিয়াম লাইটের সংস্করণে সীমিত পরিসরে বিজ্ঞাপন প্রদর্শন করা হবে। এমনকি ইউজারদের জন্য অধিকাংশ ভিডিও বিজ্ঞাপনমুক্ত হবে। তবে মিউজিক কনটেন্ট ও শর্টস ভিডিওতে বিজ্ঞাপন দেখা যেতে পারে। এছাড়া সার্চ বা ব্রাউজ করার সময়ও ‘নন-ইন্টারাপ্টিভ’ বিজ্ঞাপন প্রদর্শন করা হবে।
ইউরোপে ২০২১ সালে প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন পরীক্ষা করা হয়েছিল। তবে এটি মাত্র কয়েক বছর স্থায়ী হয়। ভিডিও প্লাটফর্মটি ২০২৩ সালের অক্টোবরে সংস্করণটি বন্ধ করে দেয়। প্রিমিয়াম লাইটের একমাত্র সুবিধা ছিল বিজ্ঞাপন না দেখানো। তবে এতে অফলাইন বা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দেখার সুবিধা ছিল না, যা নিয়মিত প্রিমিয়াম সাবস্ক্রিপশনে পাওয়া যায়।
অস্ট্রেলিয়ায় প্রিমিয়াম লাইট সাবস্ক্রিপশন কিনতে প্রতি মাসে ৯ ডলার ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মাসিক মূল্য ১৭ ডলার। ইউরোপে চালু হওয়া লাইট সংস্করণের মূল্যও প্রিমিয়াম সাবস্ক্রিপশনের অর্ধেক ছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।