আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে বহনকারী স্কুটারের মালিককে জরিমানা করেছে ভারতের ট্রাফিক পুলিশ।
স্কুটারটির মালিককে লখনৌ ট্রাফিক পুলিশ ৬ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে। খবর এনডিটিভির।
পুলিশ জানিয়েছে, ট্রাফিক আইন অমান্য করে হেলমেট না পরেই শনিবার স্কুটারে চড়েছিলেন প্রিয়াঙ্কা।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতার অভিযোগে প্রাক্তন আইপিএস অফিসার এবং বর্তমানে কারাগারে বন্দি সমাজ কর্মী এসআর দারাপুরীর পরিবারের সঙ্গে শনিবার সন্ধ্যায় দেখা করতে যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। এসময় বাধা দেয় পুলিশ।
প্রিয়াঙ্কা গান্ধীর অভিযোগ, পুলিশ তাকে ঘাড় ধরে ধাক্কা মেরে হেনস্তা করেছে।
তিনি জানান, এসআর দারাপুরির বাসার উদ্দেশে নেতাকর্মী নিয়ে যাওয়ার সময় পথে পুলিশ তার শোভাযাত্রায় বাধা দেয়। এসময় দলের কর্মী ধীরাজ গুজারের স্কুটারে করে তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করে পুলিশ।
স্কুটারে চাপার পরে স্কুটার চালক ও প্রিয়াঙ্কার কারোর মাথায় হেলমেট ছিল না। হেলমেট পরা বাধ্যতামূলক হওয়া সত্ত্বেও হেলমেট না পরায় জরিমানা ধার্য করা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক পুলিশ।