স্পোর্টস ডেস্ক : বল হাতে বাইশ গজ মাতাতে খুব ভালোই জানেন কাগিসো রাবাদা। তবে এবার প্রোটিয়া পেসার ভুল হিন্দি বলেই সোশ্যাল মিডিয়ার মন জয় করে নিলেন। সেই ভিডিও হয়ে গেল রাতারাতি ভাইরাল। যখনই আইপিএল-এ অংশ নিতে ভারতে আসেন কাগিসো রাবাদা, তখন একচোট হিন্দি ঝালিয়ে নেন তিনি। কিন্তু তিনি তার হিন্দি যে মোটেই খুব উন্নত মানের হয়নি, তা এখনও টের পাননি তিনি।
সম্প্রতি ভারতীয় আরজে কারিশ্মার সাথে একটি ফ্যানি ভিডিওতে রাবাদা দেখাতে গিয়েছেন, কী করে ভারতীয় প্রেমিকার বাবা-মায়ের মন জয় করতে হবে। তার পরামর্শের নমুনা দেখে সকলেই বলেছেন, রাবাদা পরামর্শ নিলে যে কেউ পস্তাতে বাধ্য! তাকে বলতে শোনা গেছে, ‘নমস্তে। ইস্ট অর ওয়েস্ট মাই সাস ইজ বেস্ট। আমি আপনাদের পরিবারকে পেয়ে ধন্য হয়েছি। হিন্দিতে অবশ্য ভালো নন রাবাদা। ধন্য বলতে গিয়ে তিনি উচ্চারণ করেছেন ধনিয়া (ধনে)। আরও কয়েকটি হিন্দি শব্দ ভুল উচ্চারণ করেছেন। প্রতিবারই কারিশ্মা তাকে সংশোধন করে দিয়েছেন। ‘শ্বশুরজি’ বলতে গিয়ে ভুল করে উচ্চারণ করে ফেলেছেন ‘সুয়ারজি’। ক্ষমা চাইতে গিয়ে আর এক বিপত্তি ঘটান। ‘সরি মি শমা চাতা হু’ বলতে গিয়ে বলেছেন ‘সরি মি চুম্মা চাতা হু’।
শ্বশুর-শাশুড়ির মন জিততে রাবাদার এই রিল সমাজমাধ্যমে জনপ্রিয়তা পেয়েছে। তার ভুল হিন্দিও ক্ষমা করে দিয়েছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা। রাবাদার এই প্রচেষ্টা করিশ্মার পরিজনদের মন জিততে পেরেছে কি না, তা অবশ্য জানা যায়নি।
কারিশ্মা ছাড়াও রাবাদা নিজে এই ভিডিও শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। যদিও তারা প্রেমিক-প্রেসিকা নন। তাদের এ মজার ভিডিও খেলোয়াড় শিখর ধাওয়ান সোশ্যাল মিডিয়া জানিয়েছেন, এই ভিডিও দেখে তিনি হেসে খুন। তবে শুধু খেলোয়াড়রাই নন, রাবাদা অনুরাগীরাও ব্যাপক মজা পেয়েছেন ভিডিওটি দেখে। সূত্র : আনন্দবাজার পত্রিকা ও হিন্দুস্তান টাইমস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।