প্লাস্টিক দূষণের শিকার হচ্ছে বনের বাঘও

জুমবাংলা ডেস্ক : সমুদ্র থেকে পাহাড়, জঙ্গল—সবখানে প্লাস্টিক, পলিথিন ইত্যাদি ফেলে দূষণ করছে মানুষ। বিশেষ করে প্লাস্টিকের কারণে জল ও স্থল উভয় স্থানের প্রাণীরা ভয়াবহ স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। না বুঝে বর্জ্য প্লাস্টিক চিবিয়ে খাওয়ার ফলে বন্য প্রাণীরা কঠিন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। খবর এনডিটিভি।

সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, বনের জলাশয়ে পড়ে থাকা প্লাস্টিকের বোতল মুখে তুলে নিয়ে যাচ্ছে একটি বাঘ।

ভিডিওটি ধারণ করেছেন ভারতীয় বন্য প্রাণীবিষয়ক আলোকচিত্রী দ্বীপ কারিগর। মহারাষ্ট্রের তড়োবা ন্যাশনাল পার্কে সেটি ধারণ করেছেন তিনি।

দ্বীপ বলেন, ‘গত বছরের ডিসেম্বরে ভিডিওটি ধারণ করি। বাঘটি জলাশয়ের পানিতে পড়ে থাকা প্লাস্টিকের বোতল মুখে তুলে সরিয়েছে। বাঘটির এই আচরণ ভালো লেগেছে। আমরাও নিজেদের চারপাশ এভাবে পরিষ্কার রাখতে পারি।’

ভিডিওটি দেখে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। অনেকেই বলছেন, এই পরিস্থিতি উদ্বেগজনক।

একজন বন কর্মকর্তা এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘বনজঙ্গলে প্লাস্টিকের তৈরি কিছু ফেলা উচিত নয়। কেন (অ)সামাজিক মানুষের ফেলা আবর্জনা বন্য প্রাণীদের পরিষ্কার করতে হবে?’

সামাজিক মাধ্যমে একজন মন্তব্য করেছেন, ‘এটি একই সঙ্গে সুন্দর ও মন খারাপের। আমার লজ্জা হচ্ছে যে মানুষের ফেলে রাখা আবর্জনা বাঘে পরিষ্কার করছে।’ আরেকজনের মন্তব্য, ‘এটি দারুণ ঘটনা। প্লাস্টিকের ব্যবহার বন্ধের প্রয়োজনীয়তা নিয়ে এটি সচেতন করবে।

অন্য একজন বলেছেন, ‘এটি একটি মর্মস্পর্শী ভিডিও। আমরা আমাদের গ্রহের যে ক্ষতি করছি, তা দেখে খুবই মর্মাহত হলাম। আমাদের চারপাশ পরিষ্কার ও সবুজ রাখা দরকার।’

তাপমাত্রা ও ঘূর্ণিঝড় নিয়ে যে খবর দিল আবহাওয়া অফিস