বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে বাংলাদেশের। রবিবার দেশে ফেরার কথা টাইগারদের। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরে পয়েন্ট টেবিলের সাত নম্বরে থেকেই শেষ করেছেন মাশরাফিরা। তবে পয়েন্ট টেবিলে আরো অবনমন হতে পারে বাংলাদেশের।
শনিবার শেষ হচ্ছে গ্রুপ পর্বের খেলা। এদিন ভারত নেমেছে শ্রীলংকার বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই দুটি ম্যাচের ওপর নির্ভর করছে সেমিফাইনালের লাইন আপ।
অস্ট্রেলিয়া যদি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে যায় আর ভারত যদি লংকানদের বিপক্ষে প্রত্যাশিত জয় পায় তাহলে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে ভারত। দুইয়ে নেমে আসবে অস্ট্রেলিয়া। তাতে কারো কোনো ক্ষতি না হলেও পয়েন্ট টেবিলে আটে নেমে আসতে পারে বাংলাদেশ।
আট ম্যাচে দুই জয় নিয়ে আপাতত পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন জয় নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা যদি শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতে তাহলে প্রোটিয়াদের সংগ্রহ দাঁড়াবে সাত। ম্যাচ জিতলে রান রেটও বাড়বে প্রোটিয়াদের। সেক্ষেত্রে বাংলাদেশকে টপকে সাতে উঠে আসবে ফাফ ডু প্লেসিসের দল। আটে নেমে যাবে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া শেষ ম্যাচে হারলে সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে অ্যারন ফিঞ্চের দল সেক্ষেত্রে শেষ চারে নিউ জিল্যান্ডকে পাবে ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।