জুমবাংলা ডেস্ক : সেনাবাহিনীর উদ্যোগে ফরিদপুরে বিনামূল্যের সম্প্রীতির বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় আটটি পণ্য নিতে পেরে স্বস্তির নিশ্বাস ফেলছেন পাঁচ শতাধিক অসহায় ক্রেতা। খবর ইউএনবি’র।
শনিবার দুপুর ১২টার দিকে শহরের শেখ জামাল স্টেডিয়ামে এ বাজারের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
বাজার থেকে ক্রেতারা পেয়েছেন পাঁচ কেজি চাল, এক কেজি করে ডাল, আলু, চিনি, লবণ, বেগুন, মিষ্টি কুমড়া ও আটা।
ক্রেতারা বাজারে প্রবেশ করার সময় সাবান-পানি দিয়ে হাত ধুয়ে নেন। তারপর তাদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করে প্রবেশ করানো হয় বাজারে।
ফরিদপুরের দায়িত্বপ্রাপ্ত সাভার সেনানিবাসের ২৮ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ পারভেজ বলেন, ‘সুপার সাইক্লোন আম্পান ও করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এ বাজারের আয়োজন করা হয়। আমাদের এ কার্যক্রম আগামীতেও চলবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।