জুমবাংলা ডেস্ক : ফরিদপুরে করোনাভাইরাসে মঙ্গলবার প্রথম বারের মতো একজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। খবর ইউএনবির।
মৃত খায়রুল আলম(৮০) একজন মুক্তিযোদ্ধা। তার বাড়ি বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানান, গত রবিবার ওই বৃদ্ধ এবং তার স্ত্রী’র করোনা শনাক্ত হলেও বাড়িতে আইসোলেশনে রেখেই চিকিৎসা সেবা দেয়া হচ্ছিল।
তিনি বলেন, ওই বৃদ্ধ দম্পতি সম্প্রতি চিকিৎসক দেখাতে ঢাকার কচুখেতে ছেলের বাসায় গিয়েছিলেন। গত শনিবার তারা গ্রামে ফিরে আসেন। রবিবার তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, বৃদ্ধ ওই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রিয় মর্যাদায় দাফন দেওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমার জানান, গত ২৪ ঘন্টায় ১৫৩টি নমূনা পরীক্ষা করে আরও ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের সবার বাড়ি নগরকান্দা উপজেলায়।
তিনি আরও জানান, ফরিদপুরে এ পর্যন্ত ৬৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে ১২জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।