ফিফার বর্ষসেরা কোচের দৌড়ে স্ক্যালোনি, আনচেলত্তি ও গার্দিওয়ালা
স্পোর্টস ডেস্ক : ২০২২ সালের ফিফার সেরা কোচের সংক্ষিপ্ত তিনজনের তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ তালিকায় স্থান পেয়েছেন আর্জেন্টিনার জাতীয় দলের কোচ লিওনেল স্ক্যালোনি। তালিকায় আরও আছেন রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওয়ালা।
গেল মাসেই ২০২২ সালের সেরা পাঁচজন কোচের তালিকা প্রকাশ করেছিল ফিফা। এবার তা আরও সংক্ষিপ্ত করে তিনজনের তালিকা প্রকাশ করেছে ফুটবলের আইনপ্রণেতা সংস্থাটি। ২৭ ফেব্রুয়ারি ফিফার সদস্যদেশগুলোর কোচ, অধিনায়ক ও মিডিয়া ব্যক্তিত্বদের ভোটে নির্বাচিত করা হবে ২০২২ সালের সেরা কোচ।
তিনজনের তালিকায় এগিয়ে রাখা যায় আর্জেন্টিনার কোচ স্ক্যালোনিকে। ২০২২ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন তিনি। তার অধীনই ৩৬ বছরের শিরোপাখরা কাটিয়েছে আলবিসেলেস্তেরা। ২০২২ সালে আর্জেন্টিনাকে ফিনালিসিমাও জিতিয়েছিলেন তিনি।
সেরা তিনে থাকা রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যানচেলত্তিও কম যাননি। গেল মৌসুমে রিয়াল মাদ্রিদকে লা লিগার শিরোপা জিতেয়েছিলেন তিনি। শুধু লা লিগা নয়, লস ব্লাঙ্কোরা নিজেদের ১৪তম উয়েফা শিরোপা জিতেছে তার অধীন।
অন্যদিকে গার্দিওয়ালার অধীন গত মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে সিটি।
এ ছাড়াও সেরা তিন নারী কোচের তালিকা প্রকাশ করেছে ফিফা। তালিকায় আছেন ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ওয়েগম্যান, ফ্রেঞ্চ ক্লাব লায়ন নারী দলের কোচ সোনিয়া বোম্পাস্টার ও ব্রাজিল নারী দলের কোচ পিয়া সুন্ধেগে।
আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে এমএক্স প্লেয়ারের এই ওয়েব সিরিজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।