স্পোর্টস ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটা পোস্ট দিয়েছিলেন লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলার ফিলিস্তিনের হতাহতদের প্রতি সহানুভূতি জানিয়ে পোস্ট দিয়েছিলেন।
কিন্তু সে পোস্ট ভালোভাবে নেয়নি ইংলিশ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। নিজের পোস্টের জন্য এখন ক্ষমা চাইতে হচ্ছে হামজাকে।
টুইটারে ফিলিস্তিনের একটা পতাকার ছবি দিয়ে হামজা ক্যাপশনে লিখেছিলেন, ‘নদী থেকে সমুদ্রে যাই।’ এমন পোস্টের সমালোচনায় বলা হচ্ছে, এই বাক্য দিয়ে ইসরায়েলের ধ্বংস কামনা করা হচ্ছে।
২৬ বছর বয়সী মিডফিল্ডারকে সে টুইট পরে ডিলিট করতে হয়েছে। তাঁর আগের টুইটের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে এই দাবি করে নতুন একটি পোস্ট দিয়েছেন হামজা। সেই পোস্টে লিখেছেন, ‘কাউকে দুঃখ দেওয়ার উদ্দেশ্য ছিল না আমার। আমি শুধু যে অসহায় মানুষগুলো কষ্টে আছে, তাদের প্রতি সহানুভূতি জানাতে চেয়েছি। কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখিত, আমি আশা করি এই সংঘাতের ফলে নিরপরাধ মানুষ যে কষ্ট পাচ্ছে সেটা থামাতে একটা শান্তিপূর্ণ সমাধান বের করতে পারবেন সারাবিশ্বের মানুষ।’
তাঁর ক্লাবও এক বিবৃতি দিয়ে বলেছে, এ ব্যাপারে হামজার সঙ্গে কথা হয়েছে। এবং তারা তাঁকে জানিয়েছে, এমন স্পর্শকাতর বিষয়ে ব্যাখ্যা ছাড়া কোনো কিছু দিলেই সেটার ভুল ব্যাখ্যা হতে পারে, মানুষের মনে কষ্ট লাগতে পারে।
গত শনিবার ফিলিস্তিনের পক্ষে লন্ডনে একটি মিছিল হয়েছিল। সেখানে কিছু মানুষকে ‘নদী থেকে সমুদ্রে যাই’ স্লোগান দিতে দেখা গেছে। ভূমধ্যসাগর ও জর্ডান নদীর মধ্যকার জায়গাকে ইঙ্গিত করে এই স্লোগান দেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এমন স্লোগান যেন না দেওয়া হয়, সে ব্যাপারে পুলিশকে সতর্ক করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।