ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজার তরুণ প্রজন্মকে সহায়তা এবং সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে থাকতে গণবিবাহ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ‘অপারেশন গ্যালান্ট নাইট ৩’ প্রকল্প ঘোষণা করেছে তাদের প্রথম গণবিবাহ কার্যক্রম। নতুন এই উদ্যোগের নাম রাখা হয়েছে ‘থৌব আল-ফারাহ’ (দ্য ড্রেস অব জয় বা আনন্দের পোশাক)। এই উদ্যোগের মাধ্যমে গাজায় একসঙ্গে ৫৪টি বিয়ের আয়োজন করা হবে।

৬ নভেম্বর আমিরাত সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘আমিরাতের জাতীয় দিবসে গাজায় একসঙ্গে ৫৪টি বিয়ের আয়োজন করা হবে। বিয়ে সম্পর্কিত সব ব্যয় এবং নবদম্পতিদের আর্থিক সহায়তার দায়িত্ব নেবে আমিরাত সরকার।’
‘অপারেশন গ্যালান্ট নাইট ৩’ জানিয়েছে, বিয়ের জন্য নিবন্ধন শুধুমাত্র তাদের সরকারি ওয়েবসাইটের ‘প্রকল্প ও সহায়তা’ বিভাগে প্রদত্ত লিঙ্কের মাধ্যমে সম্পন্ন হবে। যাতে প্রক্রিয়াটি সহজ হয়।
তবে এই বিয়ের জন্য রয়েছে কিছু শর্তাবলী রয়েছে। নিবন্ধন করতে ইচ্ছুকদের নিম্নলিখিত শর্তগুলো পূরণ করতে হবে:
১) তাদের অবশ্যই ফিলিস্তিনের নাগরিক ও গাজার স্থায়ী বাসিন্দা হতে হবে।
২) আবেদনকারীদের ‘বিবাহের প্রতিশ্রুতিবদ্ধ’ হতে হবে এবং তার আনুষ্ঠানিক বিবাহ চুক্তি ১ নভেম্বর ২০২৫ এর আগে হতে হবে। পুরনো চুক্তিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩) বয়স কমপক্ষে ২৭ বছর। অবিবাহিত হতে হবে।
৪) শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে বিয়ের উপযুক্ত হতে হবে।
৫) কোনো সরকারি প্রতিষ্ঠানে চাকরি না থাকা এবং নিম্ন আয়ের পরিবার থেকে আসা (দারিদ্র্য বা সাম্প্রতিক যুদ্ধে ক্ষতিগ্রস্ত পরিবার)।
৬) আবেদনকারীদের অপারেশন আল ফারিস আল শাম-৩ বা অপারেশন গ্যালান্ত নাইট-৩ এর নির্দেশনা মানতে হবে।
নিবন্ধন চলবে আগামী ১৯ নভেম্বর পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষকে নির্দিষ্ট ওয়েবসাইটে যোগাযোগের আহ্বান জানিয়েছে আমিরাত সরকার।
নিবন্ধনের লিঙ্ক: https://aid.alfaresalshahm.com/marriage-reg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



