Advertisement
স্পোর্টস ডেস্কঃ: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতরাতের ম্যাচে ফিল্ডিং করার সময় সতীর্থ মুহাম্মদ হাসনাইনের সঙ্গে সংঘর্ষ হয়েছে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসির। হাসনাইনের হাঁটু আঘাত হেনেছে ফাফ ডু প্লেসির মাথায়।
ঘটনার পরপরই ডু প্লেসিকে আবু ধাবির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির মধ্যে খেলা চলছিল। পেশোয়ার ব্যাট করার সময় সপ্তম ওভারে এই ঘটনা ঘটে। সীমানার ধারে বল আটকাতে গিয়ে হাসনাইনের হাঁটু এসে লাগে ডু প্লেসির মাথায়।
এরপর ডু প্লেসি বেরিয়ে গেলে তার পরিবর্তে সাইম আইয়্যুবকে নামানো হয় কনকাশন হিসেবে। প্রথমে ব্যাট করে পেশোয়ার ৫ উইকেটে ১৯৭ রান করে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলতে সক্ষম হয় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ফলে ৬১ রানের জয় পায় পেশোয়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



