কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজ বুধবার (১৭ জুলাই) ডাক্তারের অবহেলায় মজিবর রহমান (৬২) নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
মৃত মজিবর রহমান উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ভুড়িয়ারকুটি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে।
মৃত ব্যক্তির স্বজনরা জানান, মজিবর রহমান বুধবার সকালে তার বাড়ির পাশের পাটক্ষেতে দিনমজুরীর কাজ করতে গেলে তিনি হঠাৎ দুপুর ১২টায় অসুস্থবোধ করলে তার নিকট আত্মীয়রা তাকে দুপুর ১টায় ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসে। কিন্তু হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আক্তারা বেগম সেই মুহূর্তে উপস্থিত না থাকায় কৃষক মৃত্যুর কোলে ঢলে পড়েন। মৃত ব্যক্তির স্বজনরা বারবার দায়িত্বপ্রাপ্ত ডাক্তারকে মোবাইল ফোনে ডাকলেও তিনি অবহেলার কারণে প্রায় ১৮ মিনিট পরে জরুরী বিভাগে ডাক্তার উপস্থিত হয়ে ওই কৃষককে মৃত ঘোষণা করেন।
এদিকে মৃত্যুর খবর স্বজনদের মাঝে ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে।
নিহতের স্বজন মফিজুল ইসলাম, মাহফুজার রহমান, মমিনুল ইসলাম ও মজনু মিয়া জানান, জরুরী বিভাগে ডাক্তার উপস্থিত থাকলে আমাদের রোগীর মারা যেত না। রোগী আসার প্রায় ১৮-২০ মিনিট পর ডাক্তার আসায় তার মৃত্যু হয়েছে। আমরা এর সুষ্ঠ বিচার চাই।
জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত ওয়ার্ড বয় আনছার আলী জানান, রোগী আসার সঙ্গে সঙ্গে জরুরী বিভাগের ডাক্তারকে মোবাইল ফোনে জানালে তিনি কিছুক্ষণের মধ্যে এসে কৃষককে মৃত ঘোষনা করেন।
জরুরী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আক্তারা বেগমের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে দেরীতে উপস্থিত হওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি জানান, আমি পুরাতন হাসপাতালে ছিলাম। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে জরুরী বিভাগে এসে রোগীর প্রেসার চেক করে তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।
এ প্রসঙ্গে ফুলবাড়ী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইয়াকুব আলী সর্দার জানান, অভিযোগের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ পাইনি।। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।