পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির আবারো অবসরের ঘোষণা দিলেন। ক্রিকেট মাঠে ফেরার ৯ মাস পর আবারো আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ৩২ বর্ষী এই খেলোয়াড়।
বাঁহাতি এই পেসার এর আগে ২০২১ সালে অবসর নিয়েছিলেন। পরে চলতি মাসের মার্চে তিনি আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তবে শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে বিদায়ী বার্তা দেন।
আমির লিখেছেন ‘সযত্নে চিন্তা-ভাবনার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তগুলো কখনোই সহজ নয়, তবে অনিবার্য। আমি মনে করি, এটি সঠিক সময় নতুন প্রজন্মের জন্য সুযোগ করে দেওয়া এবং পাকিস্তান ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার। আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ। সেইসঙ্গে পাকিস্তানের সমস্ত ক্রিকেটপ্রেমীদেরকেও ধন্যবাদ জানাই।’
আমির পাকিস্তানের হয়ে বল হাতে তিন সংস্করণ মিলিয়ে ১৫৯ ম্যাচে ২৭১ উইকেট নিয়েছেন। পাশাপাশি ব্যাট হাতে করেছেন ১,১৭৯ রান। জাতীয় দলের জার্সিতে তিনি ২০০৯ টি-২০ বিশ্বকাপ ও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন। ২০০৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই খেলোয়াড় ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধও ছিলেন।
নওয়াজকন্যা যেন মিনি দীপিকা, বলিউডে পা রাখার প্রসঙ্গে যা বললেন বাবা
পিসিবির সঙ্গে দ্বন্দ্বের ফলে অভিমানে তিন বছর আগে অবসর নিয়েছিলেন আমির। তখনকার পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা তাকে পছন্দ করতেন না। সবসময় ‘ফিক্সার’ বলেই সম্বোধন করতেন। এরপর পাকিস্তানের ক্রিকেটে পট পরিবর্তন হলে চলতি বছরের টি-২০ বিশ্বকাপ দিয়ে আমির আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। তবে বিশ্বকাপে সুবিধা করতে পারেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।