Advertisement
জুমবাংলা ডেস্ক : সিলেট: ফের সিলেটের কুশিয়ারা নদী থেকে ধরা পড়েছে ৬০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। রবিবার (১১ এপ্রিল) মাছটি বেচার জন্য সিলেট নগরের লালবাজারে তোলা হয়।
সিলেটের লালবাজারের মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান বলেন, মাছটি ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে জেলের জালে ধরা পড়েছিলো। রোববার সকালে ফেঞ্চুগঞ্জ থেকে সেটি কিনে এনেছি। সোমবার (১২ এপ্রিল) সকালে মাছটি কেটে কেজি ধরে বিক্রি করবো।
৬০ কেজি ওজনের বাঘাইড়টি লাখ টাকার ওপরে বিক্রি করবেন বলে যোগ করেন ওই বিক্রেতা। এর আগে চলতি বছরের ২৯ মার্চ কুশিয়ারায় ৩০০ কেজি ওজনের বিশালাকার বাঘাইড় মাছ ধরা পড়েছিল। পরে মাছটি এনে লালবাজারে কেটে কেজি দরে বিক্রি করা হয়।
গত কয়েকদিন আগে ওই নদীতে ধরা পড়া প্রায় ৩০০ কেজি ওজনের আরেকটি বাঘাইড়। সেটি লালবাজারে এনে প্রায় ৪ লাখ টাকায় বিক্রি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।