সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে হত্যার হুমকি দিয়েছে জঙ্গিরা। হুমকির পরিপ্রেক্ষিতে জীবনের নিরাপত্তা চেয়ে ধানমন্ডি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুলতানা কামাল। জিডি নম্বর ১৭১।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, সুলতানা কামাল নিজে থানায় গিয়ে জিডিটি করেন।
আন্তর্জাতিক জঙ্গি সমর্থিত অনলাইন পত্রিকা লোনউলফে এ বিষয়টি প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। পত্রিকায় বলা হয়, সুলতানা কামালসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে ইসলামের স্বার্থে হত্যা করা হবে।
ওসি জানান, এটি বাংলাদেশের কোনো পত্রিকা নয়। তবে তদন্তের স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। জিডির পর সুলতানা কামালের নিরাপত্তা জোরদার ও তার বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। সুলতানা কামালকে হুমকির বিষয়টি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটকে জানানো হয়েছে।
জিডির তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, হুমকির স্ন্যাপশটগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। কোন সংগঠন হুমকি দিয়েছে তা স্পষ্ট নয়।
এ ব্যাপারে সুলতানা কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হুমকি পাওয়ার পর ধানমন্ডি থানায় জিডি করেছি। এ বিষয়ে আর কিছু বলতে চাইছি না।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।