স্পোর্টস ডেস্ক: গৌহাটিতে তিন ওয়ানডের সিরিজে প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষে নেমেছে ভারত। ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সংখ্যা আরেকধাপ বাড়িয়ে নিয়েছেন কোহলি। ৮৭ বলে ১২ চার ও এক ছক্কায় ১১৩ রানের ইনিংস খেলে রাজিথার বলে কুশল মেন্ডিসের গ্লাভসে ধরা পড়েন।
একদিনের ক্রিকেটে ৪৫টি সেঞ্চুরি হল কোহলির। মাস্টার ব্লাস্টার শচীনের রেকর্ড ৪৯টি শতক টপকানোর খুব কাছে তিনি। টেস্টে ২৭টি ও টি-টুয়েন্টিতে একবার তিন অঙ্কের ঘরে পৌঁছেছেন কোহলি।
তালিকার তিনে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ৭১ সেঞ্চুরি তার নামের পাশে। ৬৩ সেঞ্চুরি করে চারে লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা।
ওয়ানডেতে দেশের মাটিতে সর্বোচ্চ ২০টি সেঞ্চুরি আছে শচীনের। কোহলি সেই রেকর্ড স্পর্শ করলেন। চলতি সিরিজে তার সামনে কিংবদন্তির আরও রেকর্ড ভাঙার সুযোগ থাকছে।
একদিনের ক্রিকেটে দুই প্রতিপক্ষের বিপক্ষে ৯টি করে শতকের নজিরও গড়ে ফেললেন কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও নয় শতক আছে তার। শচীন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯বার সেঞ্চুরি করেছিলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে শচীনের ৮টি শতক আছে। কোহলি তাকে ছাড়িয়ে সংখ্যাটি নয়ে নিয়ে গেলেন।
টসে হেরে আগে ব্যাট করা ভারত এদিন গড়েছে রানের পাহাড়। ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭৩ রান তুলেছে। দুই ওপেনার রোহিত শর্মা ৮৩ ও শুভমন গিল ৭০ রান করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।