জুমবাংলা ডেস্ক : নিজের ফেসবুক আইডিতে ‘আই কুইট ফরএভার’ লিখে আত্মহত্যা করেছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী তানভীর আলম তুষার।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকার নিজ বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। তুষার একই এলাকার ব্যবসায়ী মহসিন আলীর ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অষ্টম ব্যাচের অর্থনীতি বিভাগে পড়াশোনা করতেন।
স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবার সঙ্গে তুষারের মনোমালিন্য চলছিল। বৃহস্পতিবার ভোরের দিকে নিজ কক্ষে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তুষার।
এর আগে নিজের ফেসবুক আইডিতে ‘I QUIT forever’ লিখে স্ট্যাটাস দেন তুষার। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তাকে ডাকতে যান চাচাতো ভাই সাব্বির আলম। কিন্তু তিনি কক্ষের দরজা বন্ধ দেখেন। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তুষারকে ঝুলতে দেখেন। এরপর খবর দিলে তুষারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ওসি শওকত আলী সরকার বলেন, তুষার মোবাইলে জুয়া খেলতেন বলে প্রাথমিকভাবে খোঁজখবর নিয়ে জানা গেছে। এ নিয়ে পরিবারের সঙ্গে তার মনোমালিন্য সৃষ্টি হয়। এ নিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তুষার। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।