সৌদি আরব থেকে ফেসবুক পেজে কুরুচিপূর্ণ, আপত্তিকর ও মানহানিকর বক্তব্য প্রকাশকারী ফাহিম উদ্দিনকে (২২)গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। ফাহিমের বিরুদ্ধে বৃহস্পতিবার পল্টন মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা (নং- ৪৬) হয়েছে।
শুক্রবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার শারমিন জাহান বলেন, সাইবার পুলিশ সেন্টারের মনিটরিং টিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনিটরিংয়ে জানতে পারে, মোহাম্মদ মেজর শাকিল নামক একটি ফেসবুক আইডি থেকে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে কুরুচিপূর্ণ ও আপত্তিকর তথ্য প্রচার করছেন। পরে ওই ফেসবুক আইডির বিরুদ্ধে প্রযুক্তিগত অনুসন্ধান চালিয়ে সাইবার মনিটরিং টিম জানতে পারে, আইডিটি ভুয়া এবং এটি সৌদি আরব থেকে চালানো হচ্ছে। গুরুত্ব বিবেচনায় সাইবার পুলিশ সেন্টার তাৎক্ষণিকভাবে যথাযথ মাধ্যমে সৌদি আরবে যোগাযোগ করে এবং অপরাধী সম্পর্কে নিশ্চত হয়।
এরপর সাইবার পুলিশ সেন্টারের একটি চৌকস দল ওই ভুয়া আইডি পরিচালনাকারীর নাম-ঠিকানা এবং সৌদি আরবে তার অবস্থান শনাক্ত করে। অপরাধীকে গ্রেপ্তারে সৌদি আরব পুলিশের সঙ্গে আলোচনাকালে সেখান থেকে জানানো হয়, ইতোমধ্যেই ওই অপরাধী সৌদি আরবের আইন লঙ্ঘন করায় সেখানকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। সৌদি আরব থেকে ফাহিম দেশে ফিরে আত্মগোপন করেন। পরে সাইবার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. খায়রুল আলমের নেতৃত্বে একটি টিম তাকে গ্রেপ্তার করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।