জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গা সদর থানার ওসি মোহাম্মদ মহসীনের নামে ফেসবুকে ভুয়া পেইজ খুলে অপপ্রচারের অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ।
গত শনিবার ও রোববার টানা ২ দিনের অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও ঢাকার আশুলিয়া থেকে তাদের আটক করে নারায়ণগঞ্জ ডিবি এবং চট্টগ্রামের ডবলমুরিং থানা পুলিশ। পরে তাদের ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর থানার কাউকান্দি গ্রামের হাসপাতাল এলাকার রফিক মিয়ার ছেলে নবী নুর হোসেন (২০) ও মোবারক হোসেন (২২)।
জানা গেছে, চুয়াডাঙ্গা থানার ওসি মোহাম্মদ মহসীনের নামে ভুয়া ফেসবুক পেইজ খুলে সেখানে মুক্তিযোদ্ধার বিপক্ষের অপশক্তির নামে প্রশংসামূলক বক্তব্য প্রচার করে তারা। এ ঘটনায় প্রথমে ডবলমুরিং থানায় জিডি করেন ওসি মহসীন। এরপর গত ১৭ অক্টোবর অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একই থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাও করেন তিনি।
চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, ‘ আমার নামে ফেসবুক পেইজ খুলে বিভিন্ন অপপ্রচার চালানো হচ্ছিল। এ ব্যাপারে মামলা করার পর দুইজনকে গ্রেফতার করা হয়েছে। কী উদ্দেশ্যে তারা এই কাজ করেছে সে ব্যাপারে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।